Priya Re (Reprise) Lyrics - Miraz

Lyrics
Priya Re (Reprise) - Miraz

Priya Re Lyrics
তাকিয়া অসমানের দিকে
সে কি বলো আছে সুখে?
ভাবিয়া কান্দিয়া মরি
সে যে পাশে নাই।
বিধাতা আমাকে বলো
কোথায় গেলে তারে পাবো?
যন্ত্রনা গুলো আমাকে
ভেতরে পোড়ায়।
ভাবতে ভাবতে তারে আমি
চোখ বুজিয়া জড়াই ধরি,
চোখ মেলিয়া দেখি আমি
সে যে বুকে নাই।
প্রিয়ারে, প্রিয়ারে, প্রিয়া
কেনো দিলি আমায় ভাঙ্গিয়া?
প্রিয়ারে, প্রিয়ারে, প্রিয়া
মন দিলি আমার ভাঙ্গিয়া।।
এখন আমি একা থাকি
নিজেরে আয়নাতে দেখি,
চোখ দুইটা মেইলা দেখি
চোখে পানি নাই।
রক্ত জইম্মা হইছে কালো
তবু তুমি থাকো ভালো,
কষ্ট গুলো পুইষা রাখি
তোমারই নেশায়।
ভাবতে ভাবতে তারে আমি
চোখ বুজিয়া জড়াই ধরি,
চোখ মেলিয়া দেখি আমি
সে যে বুকে নাই।
প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া
কেনো দিলি আমায় ভাঙ্গিয়া?
প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া
মন দিলি আমার ভাঙ্গিয়া,
প্রিয়া রে.. প্রিয়া রে..
প্রিয়া রে.. প্রিয়া রে..

Priya Re Lyrics
Takiya asmaner dike
Se ki bolo ache sukhe
Bhabiya kandiya mori
Se je pashe nai
Bidhata amake bolo
Kothay gele taare pabo
Jontrona gulo amake vetore poray
Vabte vabte taare ami
Chokh bujiya joray dhori
Chokh meliya dekhi ami
Se je buke nai
Priyare priyare priya
Keno dili amay vangiya
Priya re priya re priya
Mon dili amar vangiya.

MUSIC VIDEO Priya Re (Reprise) - Miraz

Popular posts from this blog

Ama Namin lyrics - Bukas Palad

MAG ISIP KA Lyrics

Arms of Love lyrics - Bukas Palad