Kalo Shari Lyrics - Jisan Khan Shuvo

Lyrics
Kalo Shari - Jisan Khan Shuvo

Kalo Shari Lyrics
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে,
খোঁপায় যেন থাকে বনফুল।
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে,
আমি দু’চোখ ভরে দেখবো
তার করবো না আর ভুল।
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে,
খোঁপায় যেন থাকে বনফুল।।

হাত রেখে হাতে
দু’জনে একসাথে
পাশাপাশি চলা হয়না।
তোর কাঁধেতে মাথাটা রেখে
তারাগুলো গোনা হয়না।
জানিনা সে কার
নয় সে আমার,
একি তবে ভুলের মাশুল..
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে,
আমি দু’চোখ ভরে দেখবো
তার করবো না আর ভুল।
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে,
খোঁপায় যেন থাকে বনফুল।।

কোন সে আকাশে সে
মেঘ হয়ে ভেসে,
বৃষ্টি হয়ে ঝরে, জানিনা।
জড়িয়ে নিয়ে বুকে
সে যদি রাখে,
পূর্ণ হবে শেষ বাসনা।
জানিনা সে কার
নয় সে আমার,
একি তবে ভুলের মাশুল..
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে,
আমি দু’চোখ ভরে দেখব
তার করবো না আর ভুল।

কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে,
খোঁপায় যেন থাকে বনফুল।
ও.. কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে,
আমি দু’চোখ ভরে দেখবো
তার করবো না আর ভুল।

Kalo Shari Lyrics
Kaalo shari err sathe
Kaloo churir haate
Khopay jeno thake bonoful
Kono monkharaper raate
Dekha hoy jodi tar sathe
Ami du-chokh vore dekhbo
Tar korbo na ar vul.

Haat rekhe haate dujone eksathe
Pasha pashi chola hoy na
Tor kadhete mathata rekhe
Taragulo gona hoyna
Janina se kar noy se amar
Eki tobe vuler mashul.

Kono monkharaper raate
Dekha hoy jodi tar sathe
Ami du-chokh vore dekhbo
Tar korbo na ar vul.

MUSIC VIDEO Kalo Shari - Jisan Khan Shuvo

Popular posts from this blog

Ama Namin lyrics - Bukas Palad

MAG ISIP KA Lyrics

Arms of Love lyrics - Bukas Palad